০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


জাতীয় বিশ^বিদ্যালয়ে আলোচনা সভা

বঙ্গবন্ধুর আদর্শকে কেউ হত্যা করতে পারেনি : ভিসি

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ : নয়া দিগন্ত -

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল জাতীয় বিশ^বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বিশ^বিদ্যালয়ের সিনেট হলে অধ্যাপক নোমান উর রশীদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, স্বাধীনতায় বিশ^াসী কোনো বাঙালির পক্ষে বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব নয়, কেননা বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা সম্ভব হলেও, তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, কোনো দিন পারবেও না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রোভিসি ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও ড. মো: মশিউর রহমান বক্তৃতা করেন।


আরো সংবাদ



premium cement