৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


চ্যালেঞ্জটা সেভাবে দিতে পারেনি ডায়নামাইটস

-

সাকিবদের আবার রান খরা! সিলেটে এ ম্যাচে বাজে ব্যাটিংয়ে হেরে যেতে হয়েছিল। চলমান আসরের প্রথম হারও ছিল সেটা। ঢাকায় ফিরে কাল নিজস্ব প্রথম ম্যাচে আবার ঝামেলায় তারা। চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রথম ব্যাটিংয়ে নেমে সংগ্রহ করেছে তারা ১৩৯ রান ৯ উইকেট হারিয়ে। অথচ যে মানের দল এবং যেসব ব্যাটসম্যান তাদের তাতে এত দুর্বল ব্যাটিং হওয়ার কথা নয়। অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইও এটি। লড়াইটা মুশফিক ও সাকিবের মধ্যেও। তবে এটা ঠিক, যে দল জিতে যাবে তাদের থাকবে অ্যাডভান্টেজ। সাকিবরা সে লড়াইয়ে পিছিয়ে। শেরেবাংলায় আগের ম্যাচেও রান উঠেছে। কিন্তু এ ম্যাচে ডায়নামাইটসের ব্যাটসম্যানদের মধ্যে ছিল দায়িত্বহীনতা। সিলেটে যে ম্যাচে জিতে ঢাকায় ফিরেছে ডায়নামাইটস, সে ম্যাচে অধিনায়ক সাকিবের ছিল দুর্দান্ত ব্যাটিং। কিন্তু একজন ব্যাটসম্যান তো প্রতিটি ম্যাচেই পারফর্ম করবেন না। সাকিব এ ম্যাচে ভালো করেননি। ফলে দলের স্কোরও বাড়েনি। রনি তালুকদার, সুনীল নারিন, রাসুলি, আন্দ্রে রাসেলের ব্যর্থ সবাই। সে ম্যাচে সাকিবের সাথে রাসেলেরও ছিল চমৎকার ইনিংস। কিন্তু ব্যর্থ এ দিন রাসেলও। রান করার মধ্যে ছিলেন সাকিব আল হাসানের করা ৩৪ রানই ইনিংস সেরা। ৩৪ বলে ওই রান করেছেন তিনি একটি ছক্কা ও ২ চারের সাহায্যে। এরপর শেষের দিকে রানটা বাড়িয়ে দেয়ার জন্য ব্যাটিং করতে নামা শুভাগত হোমের ২৮ রান উল্লেখযোগ্য। শুভাগত ১৫ বলে এক ছক্কা ও তিন চারের সাহায্যে ওই রান করে তবু দলীয় স্কোরটা ওই পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করেন। অন্যদের মধ্যে নুরুল হাসান সোহানের ২৭ রান উল্লেখযোগ্য। এ ছাড়া দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি কেউই। চিটাগং ভাইকিংসের বোলারদের মধ্যে আহামরি কেউ পারফরম্যান্স করেননি। তবে নিখুঁত নিশানায় বল রেখেছেন দলীয় প্লানটা সামনে রেখেই। এতেই সফল তারা। এদের মধ্যে ডেলপোর্ট নিয়েছেন ৩ উইকেট। ২৫ রানে উইকেট নিয়েছেন তিনি। অন্যদের মধ্যে ফ্রাইলিংক ভালো করেন। তার করা তিন ওভারে পেয়েছেন দু’টি উইকেট। ১৯ রানের বিনিময়ে উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া আবু জায়েদ রাহী চার ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২টি। জয়ের জন্য এরপর ব্যাটিং করে মুশফিকুর রহীমের চিটাগং।


আরো সংবাদ



premium cement
দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, তারপরও লোডশেডিং বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর বুধবার বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

সকল