০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


হিন্দি সিনেমায় মম

-

অভিনয়ে নিজের মেধার যোগ্যতাতেই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিনয় শুরু করেছেন। গতকাল থেকে ভুটানের বিভিন্ন লোকেশনে মম হিন্দি ফিচার ফিল্ম ‘ম্যাক্স কী গান’-এর কাজ শুরু করেছেন। সিনেমাটি প্রযোজনা করছেন ‘ফেইথ পিকচার ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ফয়সাল সাইফ এবং সিনেমাটি নির্মাণ করছেন সামীর খান। সিনেমাটিতে মমকে দেখা যাবে একজন সিবিআই অফিসারের চরিত্রে। এতে মম-এর সঙ্গে আরো অভিনয় করছেন সোনম মাইকে পিঞ্জর, কভিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে, অমিতা নানগিয়া, সোনম ম্যাক্স চোকি। ফয়সাল সাইফ জানান, এটি তার প্রতিষ্ঠানের সপ্তম চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘ধন্যবাদ জানাই ম্যাক্স কী গান সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাইকে। একটি আন্তর্জাতিক সিনেমার টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। এই অভিজ্ঞতা আমার আগামী দিনের পথচলায় নিঃসন্দেহে অনেক কাজে লাগবে। সবচেয়ে বড় কথা এই সিনেমায় অভিনয়ের আগে আমাকে চূড়ান্ত করার আগে ফয়সাল সাইফ ভাই আমার সম্পর্কে, আমার কাজ সম্পর্কে, আমার অর্জন সম্পর্কে ভালোভাবে জেনেই আমাকে নির্বাচিত করেছেন। আমাকে সিবিআই অফিসার চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। আমি তা নিজের মধ্যে ধারণ করেই কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবেই কাজ শুরু হলো। অভিনয় জীবনের নতুন আরেক দিগন্তের শুভ সূচনা হলো। দোয়া চাই আমার পরিবারের, আমার অভিনয় পরিবারের সব সহশিল্পী, পরিচালক, আমার অগণিত ভক্তসহ দেশের সবার কাছে যেন আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি। কারণ আমার দেশের সবার ভালোবাসার আমি আজকের মম। তাই সবার কাছে মনের মতো একটি চরিত্রই তুলে ধরতে চাই।’ কবে আসছেন ঢাকায়? এ ব্যাপারে মম বলেন, ‘জীবনের প্রথম হিন্দি ফিচার ফিল্মটা মনোযোগ দিয়ে শেষ করতে চাই।’ গতকাল রাতে আরটিভিতে ঈদে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্বর্ণলতা’ নাটকটিতে মম-এর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। প্রশংসিত হয়েছে মাবরুর রশীদ বান্নাহ নির্দেশিত ‘আশ্রয়’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয়। মম তার প্রথম অভিনীত সিনেমা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার সর্বশেষ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে অরুন চৌধুরীর ‘আলতাবানু’ ও রায়হান রাফির ‘দহন’।

 


আরো সংবাদ



premium cement
`দ্বীন প্রতিষ্ঠায় বালাকোটের চেতনা ধারণ করে জামায়াত এগিয়ে যাবে' মির্জাগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ঢল খাগড়াছড়ির ৪ উপজেলায় নির্বাচন বুধবার, হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট দেশের সামগ্রিক অর্থনীতিতে চারটি ঘাটতি রয়েছে : ড. দেবপ্রিয় বাল্টিক অঞ্চলের সুরক্ষা মজবুত করছে জার্মানি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরাইল সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ৬ বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেন না হারায় সে জন্য কাজ করবো : স্বাস্থ্যমন্ত্রী কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল