০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


গর্বিত বাঙালি

-

আমি গর্বিত, আমি বিজয়ীদের উত্তরসূরি,
সময়ের প্রয়োজনে তারা জীবন রেখেছে বাজি
মৃত্যুকে করেছে আলিঙ্গন জীবনের বিনিময়ে।
অন্যায়কে মাথা পেতে নেয়নি কোন দিন
দীপ্ত পদভারে ভেঙেছে পাথর বাধা,
শত্রুর রক্তচু করেছে উপো চরম স্পর্ধায়,
দখলে নিয়েছে রাজপথ
হানাদার বধ প্রত্যয়ে উজ্জীবিত মুক্তিসেনা
সে দিন ছিল প্রজ্বলিত উল্কার মতো,
কামানের মুখে ঝলসিত গোলার মতো,
রাইফেলের দুরন্ত বুলেটের মতো,
দিয়াশলাইয়ের মুখে জ্বলে ওঠা ুদ্র বারুদের মতো,
জ্বলেছিল অবিরত।
তারপর যা ঘটল সকলের জানা,
সম্মুখ সমরে রক্তমূল্যে হলো কেনা


আরো সংবাদ



premium cement