০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


এক কলাগাছে দুই কাদি

একই কলা গাছে দুটি কাদি দেখতে এসেছেন উৎসুক মানুষ - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে এক কলা গাছে দুটি কাদি ধরেছে। বিরল ওই কাদিটি এক নজর দেখতে কলা বাগানে উৎসুক দর্শনার্থীদের ভীড় জমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের চর কাটিহারী গ্রামের আশরাফ আহমেদের কলার বাগানে একই কলা গাছে দুটি কাদি ধরেছে। প্রথমদিকে কলাগাছ থেকে কাদি বের হওয়ার সময দুটি কাদি একসাথে বের হয়। ধীরে ধীরে কাদি দুটির কলা বেশ বড় হয়েছে। প্রতিদিন এই কাদি দেখতে বহুদূর থেকে দর্শনার্থীরা আসছে।

আজ বুধবার সরেজমিনে দেখা যায়, ওই কলাবাগানে একই কলা গাছে দুটি কাদি ঝুলে রয়েছে। ওই কলার কাদিটি দেখতে বিভিন্ন গ্রাম থেকে আসা বহু দর্শনার্থী দাঁড়িয়ে আছে।

কলা বাগানের মালিক আশরাফ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে কলা চাষ করেও এরকম একই কলা গাছে দুই কাদি ধরার আশ্চর্যজনক ঘটনা এই প্রথম দেখলাম। আমাদের কলার বাগানের ওই কাদি দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে।

এ সময় হোগলাকান্দি গ্রামের দর্শনার্থী মোঃ হেলাল উদ্দিন, চর হাজীপুর গ্রামের মোহাম্মদ বেলাল উদ্দিন, সাহেবের চর গ্রামের আবুল ফজলসহ অনেকেই বলেন, আগে আমরা বই-পুস্তকে কিংবা লোকের মুখে শুনছি একটি কলা গাছে দুই কাদি ধরার কথা। তবে এখন আমরা স্বচক্ষে দুই কাদি দেখার জন্য আসলাম। এক কলা গাছে দুই কাদি ধরার এই বিরল ঘটনাটি এলাকায় দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে।


আরো সংবাদ



premium cement
ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা

সকল