০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

গ্রেফতারকৃত ডাকাত দলের ৭ সদস্য - নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার কান্দিগ্রামের মৃত জুলু হাওলাদারের ছেলে সুরুজ হাওলাদার (৩৮), একই থানার দামুকাচোদ্দারের কান্দি গ্রামের মো. ইউসুফ চৌকিদারের পুত্র মোশাররফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০), একই জেলার কালকিনি থানার মিনাজদী হাওলাদার বাড়ী গ্রামের মৃত সোবহান হাওলাদারের ছেলে বারেক হাওলাদার (৫৫) ও কাশিমপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মোস্তফা (৪৫), মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার দক্ষিণ মালদা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে মনিরুজ্জামান (৩৩), গাজীপুর জেলার বাসন থানার কড্ডা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩০) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার দূর্গাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাজু (২৩)।

পুলিশ সুপার বলেন, শনিবার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড মোড় এলাকায় ডাকতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপে করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাদের পথরোধ করে আটক করে।

আটককৃতদের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, তালা-লোহার কাটার লম্বা যন্ত্র, বাঁটযুক্ত লম্বা চাকু, লম্বা হাতলযুক্ত দা, চাইনিজ কুড়াল এবং সুচালো মাথার রডসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের দুর্ধর্ষ সদস্য। তাদের নামে মাদারীপুরের কালকিনী থানা, ডাসার থানা, ঢাকার রূপনগর থানা, আদাবর থানা, মোহাম্মদপুর থানা, কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি : মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আবেদন কুবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডলারের দাম একদিনেই কেন ৭ টাকা বাড়ানো হলো? হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি বন্দরে ২ পোলিং এজেন্ট আটক, যুবকের কারাদণ্ড

সকল