২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


না’গঞ্জে ৯ জামায়াত নেতা জেলগেটে আটক : ৮ ঘণ্টা পর মুক্তি

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ জামায়াতের ৯ নেতাকর্মীকে ৮ ঘন্টা থানায় বসিয়ে রেখে অবশেষে মুক্তি দিয়েছেন ফতুল্লা থানা পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়।

এর আগে সকালে এই ৯ নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর পরেই সকাল ১০ টায় জেল গেট থেকে এই ৯ জনকে আটক করে ফতুল্লা থানায় নিয়ে আসে পুলিশ। এর পর থেকেই তাদের থানায় বসিয়ে রাখে পুলিশ। বিকাল ৫ টায় ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের ফিরে এসে তাদের ছেড়ে দেন।

আটক কৃতরা হচ্ছেন, মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ (৮০), মো. রাশেদ ব্যাপারী (৭০), আলমগীর বাহার (৫৫), মো. আল আমিন (৪২), শহিদুল ইসলাম পিন্টু (৪৮), আনোয়ার হোসেন (৪৫), হারুন অর রশিদ (২৭), জাকির হোসেন (৫৫)।

গত ১৯ অক্টোবর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর বাসা থকে তাদের আটক করে পুলিশ। ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো উদ্ধার করার দাবি করে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে গতকাল তারা মুক্তি পান। এর পরেই তাদের ধরে নিয়ে থানায় বসিয়ে রাখে পুলিশ।

আটক হওয়ার আগে নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ সাম্প্রতিক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এবং মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান এর আটক হওয়ার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।


আরো সংবাদ



premium cement
দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত মুরাদনগরে বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩ পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচের ইসলাম গ্রহণ ইরাকে সমাকামিতার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড ডিমলায় উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

সকল