০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


২০২২ সালের মধ্যে ইন্টারনেটের আওতায় আসবে চার কোটি মানুষ

-

ইন্টারনেটের আওতার বাইরে থাকা অন্তত চার কোটি মানুষকে সেবা দিতে চায় মাইক্রোসফট। মার্কিন জায়ান্টটি এয়ারব্যান্ড ইনিশিয়েটিভের মাধ্যমে ২০২২ সালের মধ্যে এই ইন্টারনেট সেবা প্রদান করবে। ২০১৭ সাল থেকে মাইক্রোসফট এই প্রকল্পের আওতায় ইন্টারনেট দেয়ার কাজটি শুরু করেছে যুক্তরাষ্ট্রে।
প্রতিষ্ঠানটি এ জন্য অবশ্য কিছুটা অবহেলিত এলাকাকে বেছে নিয়েছে। লাতিন আমেরিকা এবং আফ্রিকান সাব সাহারান অঞ্চলের যেসব মানুষ ইন্টারনেট সেবা পায় না সেখানেই তা কার্যকর করা হবে। ইতোমধ্যে সেগুলোর রেগুলেটরদের সঙ্গে কথা বলে কাজও শুরু করেছে মাইক্রোসফট।
এই কানেক্টিভিটির মাধ্যমে তাদের সব ধরনের সেবাগুলো নিশ্চিত করার কাজ করা হবে। এ ছাড়া এই প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩০ লাখ মানুষকে এই ইন্টারনেট সেবার আওতায় আনা হবে।

 


আরো সংবাদ



premium cement