২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইইউ

-

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আশা করা হচ্ছে, মে মাসের মধ্যেই জোটের বেশির ভাগ দেশ স্বীকৃতি দেবে।
সোমবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বরেল।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন। সেখানে ইইউর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন বরেল। সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে।
এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইইউর চারটি দেশকে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ‘সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা’র শামিল।


আরো সংবাদ



premium cement