০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


তা’মীরুল মিল্লাত মাদরাসায় কৃতী ছাত্রীদের সংবর্ধনা

-

রাজধানীর ডেমরায় অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসায় কৃতী ছাত্রীদের সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদরসার পঞ্চম থেকে কামিল পর্যন্ত বিভিন্ন ক্লাসের কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সফিউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু ও ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই ধর্মপরায়ণ। অনেক সময় বাহ্যিক বেশভূষা দেখে ধর্মপরায়ণ মানুষ চেনা যায় না। মাদরাসার ছাত্রীরা নৈতিকতার দিক থেকে অনেক এগিয়ে। আর বর্তমান সরকার ধর্মীয় দিক বিশেষ করে মাদরাসা শিক্ষার উন্নয়নে বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের সার্বিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা এ ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশা করি।
সভাপতি তার বক্তব্যে মাদরাসার উন্নয়নে মহান আল্লাহর সাহায্য কামনা করে বলেন, ছাত্রীদের ভালো ফলাফল করার পাশাপাশি নৈতিকমানে উন্নীত হতে হবে। আজকে যারা জিপিএ ৫ পায়নি তাদের হতাশ না হয়ে সাহসিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাদরাসার কো-অর্ডিনেটর মাহমুদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মো: মিজানুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement