০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রাজধানীতে শরবতবিক্রেতাকে শ্বাসরোধে হত্যা

স্ত্রী-সন্তানসহ গ্রেফতার ৫
-

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গত বুধবার রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রফিকুল রাজধানীর টিটিপাড়ায় শরবত বিক্রি করতেন। তিনি বাগেরহাট সদরের বেসরগাতি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্ত্রী-সন্তানসহ মুগদার উত্তর মানিকনগরের জয়নাল মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
মুগদা থানার এসআই রহিদুল ইসলাম জানান, রফিকুল স্ত্রী বিথী আক্তার ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে মুগদার ওই বাসায় ভাড়া থাকতেন। দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গত বুধবার রাতে স্ত্রী বিথী তার বড় ছেলে রাব্বী এবং তার তিন বন্ধুকে বাসায় ডেকে নিয়ে এসে রফিকুলকে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত ভেবে ছেলে রাব্বী ও তিন বন্ধুকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে বাইরে দাঁড়িয়ে থাকে। এসআই আরো জানান, পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রাত ১টার দিকে রফিকুলে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রফিকুলের স্ত্রী, ছেলে রাব্বী ও তিন বন্ধুকে আটক করা হয়েছে। মুগদা থানার ওসি এনামুল হক বলেন, মুগদার ওই বাসার মেঝেতে রফিকুলের লাশ পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের খালাতো ভাই মোস্তাক আহমেদ ফকির বাদি হয়ে মামলা করেছেন। মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়ছে। নিহত রফিকুলের খালাতো ভাই মোস্তাক আহমেদ জানান, রফিকুল শরবত বিক্রি করার আগে কসাইয়ের কাজ করতেন। বড় ছেলে রাব্বী দুই তিন বছর আগে থেকে একটি হত্যা মামলার আসামি।


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা

সকল