০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


‘৩০ ডিসেম্বর হবে নিপীড়িত, নিষ্পেষিত মানুষের মুক্তির দিন’

‘৩০ ডিসেম্বর হবে নিপীড়িত, নিষ্পেষিত মানুষের মুক্তির দিন’ - সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর হবে নিপীড়িত, নিষ্পেষিত মানুষের মুক্তির দিন। সেদিন হবে ইসলামী মূল্যবোধের মানুষের বিজয়ের দিন।

তিনি বলেন, জুলুম নিপীড়ণের শিকার মানুষে পীঠ আজ দেয়ালে ঠেকে গেছে। তাই, বিজয়ের মাসে জনগণ ধানের শীষে ভোট দিয়ে জনতার প্রকৃত বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।

ইসির পক্ষপাতদুষ্ট আচরণের সমালোচনা করে তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিড দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মিড দ্যা প্রেস অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও তার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আহসান উদ্দিন খান শিপন বিএনপি মহাসচিবের চিঠি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তার মনোনয়নপত্রটি বাছাইয়ে বৈধ ঘোষিত হয়েছে। শিপন ছাত্রজীবন থেকে দেশ ও দলের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে আসছেন। তিনি ছাড়াও বিএনপির মনোনয়ন নিয়ে আরো কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন যাবত নির্বাচনী এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। চূড়ান্ত মনোনয়ন পেলে তিনি জনগণের সমর্থনে বিজয়ী হয়ে আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ আসনে যেই দলের চূড়ান্ত মনোনয়ন পান তিনি তার পক্ষেই ভোটের মাঠে কাজ করবেন।


আরো সংবাদ



premium cement
পথচারীদের তৃষ্ণা মেটাচ্ছে গফরগাঁওয়ে মাদরাসায় শিক্ষার্থীদের ঠান্ডা শরবত রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরাইল এই মাসেই জেল থেকে বের হবেন ইমরান : পিটিআই ফরিদপুরে পরিদর্শনে বিএনপি’র তদন্ত কমিটি বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সর্বদা : খাদ্যমন্ত্রী ফিলিস্তিনিদের ন্যায়বিচারে দৃঢ় থাকার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণে বিশাল র‍্যালি আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সস্ত্রীক ওমরা হজে যাচ্ছেন মির্জা ফখরুল শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী গাজায় অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ সত্ত্বেও সংশয়

সকল