২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বাবার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান ব্যারিস্টার শাকিলা

বাবার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান ব্যারিস্টার শাকিলা - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে (চট্টগ্রাম-৫ সংসদীয় এলাকা) বাবার তুমুল জনপ্রিয়তা এবং সার্বজনীনতাকে সম্বল করে এগিয়ে যেতে চান তারই সুযোগ্য মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে অন্যদের পাশাপাশি তিনিও জমা দিয়েছেন মনোনয়নপত্র। দলীয় মনোনয়ন এখনো নিশ্চিত না হলেও তার বাবা জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারীর জনগণের ভালোবাসা নিয়ে চারবার সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বর্তমানের শূন্যতা পূরণ করতে চান শাকিলা। সৈয়দ ওয়াহিদুল আলমের কাছে হাটহাজারীবাসী সবাই ছিল এক সমান। ধনী-গরিব কোনো তফাত ছিল না। দলমতের কোনো ভেদাভেদ ছিল না। তার মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রাজনীতির শুরু থেকে ব্যারিস্টার শাকিলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করে যাচ্ছেন। নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের নিবর্তনমূলক মামলায় আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি এসব মামলা থেকে জামিন নিতে সহযোগিতা করেন। শাকিলা ফারজানা বাবার অসমাপ্ত কাজ করার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী থেকে নির্বাচন করতে কাজ করে যাচ্ছেন বলে ঘনিষ্ঠ জনেরা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement