২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ৩ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৪

গ্রেফতারকৃত ৩ নাইজেরিয়ান নাগরিক - নয়া দিগন্ত

ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে রোববার দিবাগত রাতে ৪ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এদের মধ্যে তিনজন নাইজেরিয়ান নাগরিক ও অপরজন স্থানীয় বাসিন্দা সিএনজি অটোরিক্সা চালক।

বিজিবি সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ৪ বিজিবির সুবেদার মো: মোরশেদ আলমের নেতৃত্বে নিজকালিকাপুর বিওপির একটি বিশেষ টহল চালায়। পূর্ব নিজকালিকাপুর এলাকার সীমান্ত পিলার ২১৫৯/৩-এস থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন নাইজেরিয়ান নাগরিক আনিয়ানু অসন্দু মেরিক (৩৪), চোকওয়ামেজ অবিন্ন ইসাক (৪০), চোকওয়াদিবামা ইউচুকেন অ্যানা (৪৫) এবং পরশুরামের কিছমত সালধর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সিএনজি অটোরিক্সা চালক মো: আবুল হোসেন। নাইজেরিয়ানদের কাছ থেকে বিভিন্ন প্রকার প্রায় ৩০ কেজি, ঔষধি গাছের শুকনো পাতা, ফল, বিভিন্ন মশলা, সামুদ্রিক শুটকি মাছ, আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকার গার্মেন্টস মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটককৃত ৩ নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে বাংলাদেশী ভিসা সম্বলিত পাসপোর্ট পাওয়া যায়। কিন্তু ভারতীয় কোন প্রকার ভিসা/ বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: শামীম ইফতেখার জানান, আটককৃতদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement