২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিভিন্ন স্থানে পাঁচ দফা দাবিতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

-

বিভিন্নস্থানে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধন করেছেন। গত শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে তারা এই মানববন্ধনের আয়োজন করেন।
রাজবাড়ী সংবাদদাতা জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবি আদায়ে গত শনিবার ফারিয়ার রাজবাড়ী শাখা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। ওই সমাবেশে পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন ফারিয়ার রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো: আব্দুস ছাত্তার, সেক্রেটারি সাগর চক্রবর্তী, মো: আব্দুল খালেক, মো: রাকিবুর রহমান, মো: রাকিবুল হাসান, আব্দুল কাদির, জহুরুল ইসলাম ও জুয়েল রানা প্রমুখ।
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, অধিকার আদায়ে আমরা একসাথে এই স্লোগানে গত শনিবার নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপাউন্ডে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন ও কর্মবিরতি পালন করে পূর্বধলা উপজেলা শাখা।
উপজেলা শাখার সভাপতি মো: আশরাফুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মাসুদ মিয়া, তৌহিদুর রহমান রাজন প্রমুখ। এ সময় বক্তারা সাপ্তাহিক ছুটি, সরকারি বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণসহ চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ বিভিন্ন দাবি জানানো হয়।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে গফরগাঁও উপজেলা মডেল ফারিয়া। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ব্যানারে গত শনিবার সকালে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে গফরগাঁও উপজেলা মডেল ফারিয়ার সভাপতি ইয়াজুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় ফারিয়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ভালুকা উপজেলা ফারিয়া সভাপতি মো: কামরুল ইসলাম, ময়মনসিংহ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহিন, গফরগাঁও উপজেলা মডেল ফারিয়া সাধারণ সম্পাদক জুয়েল খান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সদস্য মো: সাইদুজ্জামান ও আকতারুজ্জামান নয়ন প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তারা সরকারের কাছে তাদের সুনির্র্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবি জানান।
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) সংবাদদাতা জানান,ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কোটালীপাড়া শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কোটালীপাড়া শাখার সভাপতি অনুপম সরকার, সাধারণ সম্পাদক ইমরানুর রহমান, সহ-সভাপতি বশির আহম্মেদ, মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক রিপন শেখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement