২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে পদাবনতির প্রতিবাদ

বিভিন্ন স্থানে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

-

তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে পদাবনতির প্রতিবাদে বিভিন্ন স্থানে পরিবার কল্যাণসহকারীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান,নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবার কল্যাণ সহকারী পদ তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে অবনতি দিয়ে অধিদফতরের জারিকৃত পরিপত্র জারি করারয় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি সোনারগাঁও শাখা। গতকাল বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আফসানা ফেরদৌসী, সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি শামীমা খান, সহসভাপতি নুরুন নাহার, সাধারণ সম্পাদক শারমিন আখতার, অর্থ সম্পাদক জুলেখা আক্তার, প্রচার সম্পাদক তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক ফারিবা আফরিন, মহিলাবিষয়ক সম্পাদক দেওয়ান জিনাত, সহ-মহিলাবিষয়ক সম্পাদক অঞ্জনা রানী ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক সুফিয়া আক্তার প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, সারা দেশের ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণী চিহ্নিত করে পরিপত্র জারি করার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবার কল্যাণ সহকারীরা। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারঅ সমিতি গফরগাঁও উপজেলা শাখার ব্যানারে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি গফরগাঁও প্রেস ক্লাবের সামনে পালন করা হয়। এ সময় অন্যদের বক্তব্য রাখেন রোকসানা শিরীন, নার্গিস সুলতানা, তানিয়া, হোসনে আরা খাতুন, রাশিদা জাহান, শায়লা, সাবিনা ইয়াসমিন, আফিয়া, ইনসানা প্রমুখ। মানবন্ধন চলাকালে বক্তারা তাদের বেতনস্কেল ১৫তম গ্রেডে উন্নীতকরণ, তাদের পদকে টেকনিক্যাল পদে ঘোষণাসহ ছয় দফা দাবি জানান।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, বেতন গ্রেড ১৭তম থেকে ১২-১৫তম গ্রেডে উন্নীতকরণসহ সাত দফা দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা সহকারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি আয়েশা খাতুন, সহসভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক খোদেজা বেগম, সহ সাধারণ সম্পাদক ফেরদৌসি রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া, মহিলাবিষয়ক সম্পাদক রহিমা বেগম, কোষাধ্যক্ষ স্মৃতি বালা সাহা, প্রচার ও দফতর সম্পাদক পারুল আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিক্তা রানী আইচ, সদস্য কহিনুর বেগম, ফরিদা বেগম, সিদ্দিকা খাতুন, ইনা রানী সুর, আনোয়ারা বেগমসহ মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা সহকারীরা।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারীদের সাত দফা দাবি ও তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে পদায়ন করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে।
গতকাল বৃহস্পতিবার নাঙ্গলকোট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদা আক্তার, উপজেলা কমিটির সভাপতি নাজমা আক্তার, সহসভাপতি জহুরা বেগম, সাধারণ সম্পাদক নুরুন নাহার লায়লী, সহ সাধারণ সম্পাদক আয়শা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাছিনা আক্তার মজুমদার, কোষাদক্ষ অঞ্জু রানী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement