০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


সার্জেন্ট মিকেল নিহতের ঘটনায় দোষীর শাস্তি দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন

-

বরিশালে কর্তব্যরত অবস্থায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল নিহতের ঘটনায় দোষী চালকের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন হাজার হাজার মানুষ। মানববন্ধনে বক্তব্য দেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো: হারুন অর-রশীদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মো: আতহার উদ্দীন আহমদ, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো: আবু বকর সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জহিরুল ইসলাম জুয়েল ও নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলের বাবা প্রফেসর মো: ইউনুস আলী সরদার প্রমুখ। বক্তারা ৫ দফা দাবি উল্লেখ করে বলেন, এ ঘটনায় আটক কাভার্ডভ্যানের চালক জলিল সিকদারের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি প্রদান, রাষ্ট্র কর্তৃক নিহত সার্জেন্ট মিকেলের সন্তান ও পরিবারের দায়িত্ব গ্রহণ, দুর্ঘটনাস্থলে সার্জেন্ট কিবরিয়ার নামে পুলিশ বক্স নির্মাণ, হেলপারের সম্পৃক্ততা যাচাই করে আইনি ব্যবস্থা গ্রহণ ও বরিশালসহ সব মেট্রোপলিটন এলাকার চেকপোস্টগুলোতে গাড়ির নির্দিষ্ট গতিসীমা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান। নিহত সার্জেন্ট মিকেলের মা মোৎসাম্মৎ শাহিদা বেগম কেঁদে কেঁদে বলেন, আমি এক দুখিনী মা, আমার কোল যে খালি করেছে, যে আমার ছেলের হত্যাকারী, আমার প্রাণের টুকরা কিবরিয়াকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে তার ফাঁসি চাই।
ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় পর দিন মঙ্গলবার বেলা ১১টায় তিনি মারা যান। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে পাশের ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ওই দিনই ধাওয়া করে চালক জলিল সিকদারসহ কাভার্ডভ্যানটি আটক করে।

 


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা

সকল