০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নড়াইলে ৮ বোমা ও বোমার উপকরণসহ আটক ৩

-

নড়াইলে আটটি বোমা, বোমা তৈরির উপকরণ, ২০টি মোবাইল সেট ও বিভিন্ন মোবাইল কোম্পানির ৫০টি সিমকার্ডসহ তিনজনকে আটক করেছে র্যাব। নড়াইল সদরের চণ্ডিবরপুর গ্রামের বিশ^জিত সাহার বাড়িতে সোমবার ভোর ৫টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা এ অভিযান চালানো হয়। আটকৃকতরা হলেনÑ চণ্ডিবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ^জিত সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ^াসের ছেলে সাগর বিশ^াস (২৮)। এছাড়া রবি বিশ^াস নামে তাদের এক সহযোগী পালিয়ে গেছে।
র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর থেকে নড়াইল সদরের চণ্ডিবরপুর গ্রামের বিশ^জিত সাহার বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাব কর্মকর্তা মেজর শামীম সরকার বলেন, দীর্ঘ দিন যাবত এই চক্রটি বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এলাকাবাসী জানান, ৮ থেকে ১০ বছর ধরে তারা বোমা তৈরির সাথে জড়িত। তবে ভয়ে কেউ কিছু বলত না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর আরো খোঁজখবর নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।


আরো সংবাদ



premium cement