০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যার দুই আসামি গ্রেফতার মোটরসাইকেল জব্দ

-

বগুড়া জেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলোÑ বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মৃত কালুর ছেলে এজাহার নামীয় আসামি পায়েল শেখ (৩৮) ও সন্দেহভাজন আসামি নিশিন্দারা মণ্ডল পাড়ার আবু তাহেরের ছেলে রাসেল (২৮)।
গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এ তথ্য জানান।
গত ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের রাতে উপশহর এলাকায় শাহীনকে ছুরিকাহত ও কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী আক্তার জাহান শিল্পী বাদি হয়ে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বগুড়া পুলিশ সুপার বলেন, জেলা মোটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরেই হত্যাকাণ্ডটি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেন, ১৪ এপ্রিল সন্ধ্যার পর মোটর মালিক গ্রুপের এক নেতার অফিসে গোপন বৈঠক হয়। ওই বৈঠকে বিবাদি পক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে নিস্ক্রিয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ১০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে উপশহর কাঁচা বাজার এলাকায় এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। গতকাল ভোরে রাসেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে পায়েল শেখকে তার মেয়ের শ^শুড়বাড়ি গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ জানা গেছে। গ্রেফতারকৃত দুইজনের মধ্যে ৯টি মামলার আসামি পায়েল এজাহার নামীয়। পুলিশ সুপার আরো জানান, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement