২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে বিএনপির ২১৮ নেতাকর্মী জেলহাজতে

-

নির্বাচন-পূর্ব সহিংতায় নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় যুবলীগ কর্মী মোহাম্মদ হানিফ নিহত হওয়ার ঘটনায় বিএনপির ও এর অঙ্গসংগঠনের ২১৮ নেতাকর্মীকে মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে নোয়াখালীর আদালত।
সদর উপজেলার নির্বাচন-পূর্ব সহিংসতায় যুবলীগ কর্মী হানিফ নিহত হওয়ার ঘটনায় সুধারাম মডেল থানায় ৩৬৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার মধ্যে ২২২ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেয়। চার সপ্তাহ শেষে মঙ্গলবার নোয়াখালীর আদালতে বিএনপির ২২২ জন নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত চারজনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ, জেলা স্বেচ্ছাসেবক সেক্রেটারি মিজানুর রহমান মিজান, জেলা শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সেক্রেটারি আবু হাছান নোমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সেক্রেটারি এনায়েত উল্লা বাবুলসহ ২১৮ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


আরো সংবাদ



premium cement