০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


তাইওয়ানে ভূমিকম্প

-

তাইওয়ানের পশ্চিমাঞ্চলীয় উপকূলে সোমবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটি কয়েকশ’ কিলোমিটার দূরে হংকংয়েও অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ভূমিকম্পটি সোমবার সকালে তাইওয়ান প্রণালীর পেংহু দ্বীপের প্রায় এক শ’ কিলোমটার দূরে ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পের সময় পেংহু দ্বীপের মাগং নগরীর মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে।

হংকং পর্যবেক্ষণ সংস্থা জানায়, তারা প্রায় এক হাজার জনের কাছ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পেয়েছে। এর স্থিতিকাল ছিল কয়েক সেকেন্ড।


আরো সংবাদ



premium cement