২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাকিব-তামিমদের কোচ হচ্ছেন রস টেলর-শন টেইট!

- ছবি : সংগৃহীত

জাতীয় দলের শূন্য পদগুলো সামনে রেখে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সেই আহ্বানে সাড়া দিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তবে বিসিবি বেছে নিতে চায় তাদের মাঝ থেকে সেরা জনকেই।

জানা গেছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসহ নানা দেশ থেকে একাধিক ক্রিকেটার আবেদন করেছেন বিসিবি’র চাকরির জন্যে। যেখানে বড় চমক নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেলর ও সাবেক অজি গতি তারকা শন টেইট।

গত ভারত বিশ্বকাপের পরই দায়িত্বপ্রাপ্ত কোচদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয় বিসিবির। দেশে ফিরে যান ব্যাটিং কোচ জেমি সিডন্স, বোলিং কোচ এলান ডোনাল্ডসহ আরো একাধিক কোচ। যেখানে পরে সংযোজন হয় স্পিন কোচও। এরপর থেকেই নতুন কোচের খুঁজে বিসিবি। বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি।

জানা গেছে, বাংলাদেশ দলের পেস বোলিংয়ের দায়িত্ব নিতে আবেদন করেছেন তিন বিদেশী কোচ। যেখানে শন টেইট ছাড়া বাকি দু’জন হলেন, নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর। কলিমোর বর্তমানে এইচপির দায়িত্বে আছেন।

এছাড়া আছেন দেশী প্রার্থীও। বোলিং কোচ হতে আবেদনপত্র জমা দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের পেস বোলিং কোচ মাহবুবুল আলম (জাকি)। ব্যাটিং কোচ হতেও দেশীয় প্রার্থী আছেন একজন। সাবেক ক্রিকেটার তুষার ইমরান দায়িত্ব নিতে চান তামিম-মুশফিকদের।

তবে বিদেশীদের লিস্টটাও বেশ সমৃদ্ধ। যেখানে আছেন কিউই কিংবদন্তি ব্যাটার রস টেলর। তাছাড়া অস্ট্রেলিয়ান খ্যাতিমান কোচ স্টুয়ার্ট ল আছেন তালিকায়। যিনি এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। এখন আছেন অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্বে।

তালিকায় আরো আছেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরা ও ইংল্যান্ডের পল নিক্সন। সামারাবীরা এর আগেও টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। আর পল নিক্সন বিপিএলের সুবাদে বেশ পরিচিত মুখ।

জানা গেছে, আজ মঙ্গলবার অনলাইনে এই কয়েকজনের সাক্ষাৎকার নেবে কোচ নিয়োগ কমিটি। সেখান থেকে তাদের প্রস্তাবিত নাম উপস্থাপন হবে আগামী বোর্ড সভায়। এরপর সভাপতি অনুমোদন দিলেই নতুন কোচ পাবে বাংলাদেশ। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই যা করতে চায় বিসিবি।

উল্লেখ্য, বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের নেতৃত্বে কোচ নিয়োগ কমিটিতে আছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ, হাই পারফরম্যান্স বিভাগের প্রধান নাঈমুর রহমান, বিসিবির হেড অব প্রোগ্রামস ডেভিড মুর ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।


আরো সংবাদ



premium cement
কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু?

সকল