০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মার্শের শতকে জয়ের দিকে ছুটতে অজিরা

মার্শের শতকে জয়ের দিকে ছুটতে অজিরা - ছবি : সংগৃহীত

বাংলাদেশ বড় লক্ষ্য দিলেও তা খুব সহজভাবেই তাড়া করছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে শতক তুলে নিয়েছেন মিচেল মার্শ। ৮৭ বলে শতক স্পর্ষ করেন তিনি।

এদিন শুরুতে অস্ট্রেলিয়ার দলীয় ১২ রানের মাথায় ট্রাভিস হেডকে (১০) তাসকিন আহমেদ ফিরিয়ে দিলেও পরে আর অজি ব্যাটারদের ওপর প্রভাব খাটাতে পারেননি বাংলাদেশী বোলাররা। ফলে যা হবার তাই হচ্ছে; জয়ের দিকে ছুটে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

প্রথম উইকেট হারানোর পর অজিদের ইনিংস এগিয়ে নেন ৬১ বলে ৫৩ রান করে ফেরা ডেভিড ওয়ার্নার। মোস্তাফিজুর রহমানের বলে শান্তকে ক্যাচ দেয়ার আগে মিচেল মার্শকে নিয়ে গড়ে তোলেন ১২২ রানের জুটি।

পরে ওয়ার্নার ফিরে গেলেও অনবদ্য শতক হাঁকান মিচেল মার্শ। শতরান করার পর তিনি এখনো অপরাজিত আছেন। এখন ক্রিজে মার্শের সঙ্গী স্টিভেন স্মিথ। তার সংগ্রহ ১৯ বলে ১৩ রান।

আর এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে অস্ট্রেলিয়া। এখনো জয়ের জন্যে চাই ১২৮ রান।


আরো সংবাদ



premium cement