২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


দিরাই উপজেলায় প্রদীপ রায়, শাল্লায় অবনী মোহন বিজয়ী

প্রদীপ রায় ও অবনী মোহন দাস - নয়া দিগন্ত

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের নির্বাচনে ৭৪ কেন্দ্রে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। অপরদিকে শাল্লা উপজেলার ৩৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রদীপ রায় দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩৬ ভোট।

শাল্লায় অবনী মোহন দাস ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাল্লা উপজেলা বিএনপির সভাপতি (সদ্য বহিষ্কৃত) ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার (আনারস প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৫৭৬ ভোট।


আরো সংবাদ



premium cement