০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সহপাঠীসহ ৩ জনকে গুলি করে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী আটক

২ সহপাঠীসহ ৩ জনকে গুলি করে আটক ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী - ছবি- সংগৃহীত

স্কুলব্যাগের ভেতরে ছিল বন্দুক। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিজের কাছে রাখা ওই বন্দুক ব্যাগ থেকে বের করে হঠাৎ গুলি চালাতে শুরু করে শ্রেণীকক্ষের মধ্যে। প্রথমে নিজের দুই বন্ধুকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সে গুলি চালায় স্কুলের এক কর্মীর ওপর। বেশ কয়েক রাউন্ড গুলিতে দুই শিক্ষার্থীসহ ওই স্কুলকর্মী আহত হলেও কারো জখমই গুরুতর নয়।

তবে বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর ওই ছাত্রীকে আটক করা হয়েছে। ওই স্কুলছাত্রীর বিরুদ্ধে তিনজনকে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের হতে পারে বলে জানিয়েছেন এ সংক্রান্ত মামলার আইনজীবী মার্ক টেলর।

এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আইদাহোর। পশ্চিম আমেরিকার ওই প্রদেশের জেফারসন কাউন্টির প্রত্যন্ত শহরতলি রিগবিতে একটি স্কুলে এই গুলি চালানো হয়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর এই হামলার দৃশ্য দেখে বিস্মিত স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্কুল শুরু হওয়ার কিছু পরেই ঘটনাটি ঘটে রিগবি মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের ভেতরে ও বাইরে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ওই ছাত্রী। শেষে এক শিক্ষক বন্দুকটি ছিনিয়ে নেন ওই ছাত্রীর হাত থেকে। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।

ছাত্রীর নাম বা বয়স জানানো হয়নি স্কুলের পক্ষ থেকে। কেন সে এমন ঘটনা ঘটাল, কিভাবেই বা তার কাছে ওই বন্দুক এলো, তা নিয়ে আলাদা করে তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে জেফারসনের শেরিফ স্টিভ অ্যান্ডারসন জানিয়েছেন, কেন ওই ছাত্রী এমনটি করেছে, এ বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই তাদের হাতে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি : মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আবেদন কুবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডলারের দাম একদিনেই কেন ৭ টাকা বাড়ানো হলো? হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি বন্দরে ২ পোলিং এজেন্ট আটক, যুবকের কারাদণ্ড

সকল