২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে শুভ সূচনা নাদালের

রাফায়েল নাদাল - ফাইল ছবি

সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়া ওপেনের শুভ সূচনা রাফায়েল নাদালের। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কোস গিরনকে স্ট্রেট সেটে হারিয়ে দেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ষষ্ঠ বাছাই মার্কোস গিরনের বিরুদ্ধে নাদালের খেলার ফলাফল ৬-১, ৬-৪ ও ৬-২।

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কারণে টুর্নামেন্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। বর্তমান টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে ভিসা সমস্যার কারণে অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে। দুই তারকার অনুপস্থিতিতে জৌলুস কমেছে অস্ট্রেলিয়ান ওপেনের। তবে বিগ থ্রি’-র একমাত্র সদস্য হিসেবে এবার বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে নেমেই চমক দিলেন নাদাল। ২০০৯ সালে কেরিয়ারে একবারই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন স্প্যানিশ তারকা।

পায়ের চোটের কারণে পাঁচ মাস কোর্টের বাইরে থাকার পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফিরলেন রাফায়েল নাদাল। ম্যাচ শেষে কোর্টে দাঁড়িয়েই তিনি জানালেন, বাইরে থাকার সময়টা কঠিন ছিল তার জন্য। এখন একমাত্র লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন জয় করে ২১টি গ্র্যান্ড স্ল্যাম নিজের দখলে করা।

নাদালের পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে সহজ জয়ে অভিযান শুরু করেছেন অ্যাশলে বার্টি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে বার্টি হারান ৬-০, ৬-১ ব্যবধানে। অন্যদিকে কলম্বিয়ান প্রতিদ্বন্দ্বীকে ওসাকা হারান ৬-৩, ৬-৩ ব্যবধানে


আরো সংবাদ



premium cement

সকল