১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১

দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে পুলিশের সাথে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় শটগানের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরাজিত এক ইউপি সদস্য প্রাথীর সমর্থক ও পুলিশের মধ্যে এ সংর্ঘষ হয়। এ সময় শটগানের গুলিতে হাজী মোহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত হাজী মোহাম্মদ আলী বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের মাহামুদ বক্সের ছেলে।

দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ জানান, সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সদস্য পদে ফলাফল ঘোষণা করা হয়। ১ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীক নিয়ে জোবাইদুর রহমান ২০ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী সাইদুর রহমানের সমর্থকরা ফলাফল মেনে না নিয়ে কেন্দ্রে হামলা চালান। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এরপর জনগণের জান-মাল রক্ষার্থে ৫০-৬০ রাইন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। পরে জানা যায়, হাজী মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে যাওয়ার পথে মারা গেছেন। ঘটনা শুনে তাৎক্ষণিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাজী মোহাম্মদ আলী বিজয়ী ইউপি সদস্য জোবাইদুর রহমানের চাচা। লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা যশোরে কলেজছাত্র হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড মাছের রাজ্যে মাছের আকাল জেলে পল্লীতে হাহাকার জিপিএ-৫ পেয়েও বিষাদে ভুগছে শারমিন! সৌদিতে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন নিয়ে ‘উভয় সঙ্কটে’ বাংলাদেশ ঢাকায় কেন এ তাপদাহ, সমাধান কোন পথে দাঙ্গা-হাঙ্গামায় ইন্টারনেট বন্ধের নিরিখে ফের শীর্ষে ভারত দুবাইয়ে ধনকুবেরদের গোপন সম্পদের নথি ফাঁস পুরস্কারে বিতর্ক, ছিনিয়ে নেয়া হবে মেসির ৮ ব্যালন দ্য’র একটি? বিদ্রোহীদের রুখতে রোহিঙ্গাদের ধরে ভর্তি করাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

সকল