০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


মানসিক স্বস্তির জন্যই এই সিদ্ধান্ত কিরগিওসের

পুরো বছরই কোর্টে মানসিক অস্থিরতার জন্য সমালোচিত হয়েছেন নিক কিরগিওস - সংগৃহীত

মানসিকভাবে স্বস্তিতে থাকার জন্য নতুন বছরে বেশ কয়েকটি টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিওস। দীর্ঘ সময় ঘরের বাইরে থাকার কারণে মানসিক অস্বস্তি হয়, আর সেটা ম্যাচে প্রভাব ফেলে বলেই তিনি মনে করেন।

২৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানের জন্য ২০১৮ সালটা দারুণ ব্যস্ততার। পুরো বছরই কোর্টে মানসিক অস্থিরতার জন্য সমালোচিত হতে হয়েছে কিরগিওসকে। অক্টোবরে কনুইয়ের ইনজুরির কারণে বছরের বাকি সময়ের জন্য বিশ্রামে চলে যেতে বাধ্য হন। বাড়ি ফিরে তিনি স্থানীয় একটি দৈনিকে স্বীকার করেন মানসিক স্বস্তি ফিরিয়ে আনার জন্য তিনি মনোবিদের আশ্রয় নিয়েছেন। তার পরামর্শেই ব্যস্ত সূচিকে পাশ কাটিয়ে পরিবারের সাথে বেশি সময় দেয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

চলতি সপ্তাহে ব্রিসবেন টুর্নামেন্টের মাধ্যমে কিরগিওস টেনিসে ফিরেছেন। এই টুর্নামেন্টে তিনি বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলছেন। মনোবিদের সাথে যোগাযোগের পর তিনি বেশ ভাল অনুভব করছেন বলেও জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ঘরে ফিরে গিয়ে আমি বেশ কিছু সমস্যার সমাধান করেছি। বিষয়টিতে অন্য সবকিছুর তুলনায় মানসিক দিকটি বেশি জড়িত ছিল। বাড়ির থেকে প্রায় সাড়ে পাঁচ মাস আমি দূরে ছিলাম। এটা আমি আর কখনই করবো না। আমি যদি ইউএস ওপেন বা তেমন কোনো টুর্নামেন্ট জিততে পারি তবে বছরের বাকি সময়টা আর কিছুই খেলবো না।

আগস্টে ইউএস ওপেন চলাকালীন আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কিরগিওস। অক্টোবরে সাংহাই মাস্টার্সে বাজে পারফরমেন্সের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ বর্তমান সরকার অন্যের দ্বারা নিয়ন্ত্রিত : কর্নেল অলি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম

সকল