১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সিলেটে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

- ছবি - সংগৃহীত

সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে দুই ঘণ্টা ধরে চেষ্টার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল জানান, বর্তমানে মেশিন ঠাণ্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন।


আরো সংবাদ



premium cement