২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় : হোয়াইট হাউস

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে গাজার রাফায় বড় ধরনের অভিযান চালিয়েই ইসরাইলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হারানো সম্ভব নয়। হোয়াইট হাউস এ মন্তব্য করেছে বলে রয়টার্স জানিয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মুখপাত্র জন কিরবি বলেন, 'তার মতে রাফা গুঁড়িয়ে দেয়া হলেও হামাসকে ধ্বংস করার ইসরাইলের লক্ষ্য অর্জিত হবে না।

কিরবি বলেন, হামাসের ওপর ইসরাইল ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বেসামরিক নাগরিকদের ওপর প্রবল ঝুঁকি সৃষ্টি করে- এমন অভিযানের চেয়ে গ্রুপটির নেতৃত্বের ওপর এমন চাপ সৃষ্টিই অনেক ভালো উপায়।

তিনি বলেন, 'আমরা ইসরাইল থেকে সরে যাচ্ছি কিংবা আমরা হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নয় বলে যেসব কথা বলা হচ্ছে তা বাস্তবতাপূর্ণ নয়।'

তিনি বলেন, 'আমরা এখনো বিশ্বাস করি, সামনে এগুনোর একটি পথ আছে। তবে উভয়পক্ষের নেতৃত্বকে তা অবলম্বন করতে হবে।'

তিনি বলেন, একটি চুক্তিতে সই করার জন্য উভয় পক্ষের নৈতিক সাহস থাকা দরকার।

কিরবি বলেন, রাফায় বড় ধরনের স্থল হামলার বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল আলোচনা চলছে।

তিনি বলেন, 'ইসরাইলকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।'

তিনি বলেন, ইসরাইল রাফায় অভিযান চালাবে না, এটা আশা করছি।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement
নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী ভিন্ন এক শুরুর অপেক্ষায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর কোপা আমেরিকায় প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার বিবিএস কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইরানের শোকের দিনে সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত

সকল