হালুয়াঘাটে বিএনপি ঘরানার আব্দুল হামিদ বিজয়ী
- হালুয়াঘাট, ময়মনসিংহ সংবাদদাতা
- ০৯ মে ২০২৪, ১০:৩৭
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য (সদ্য বহিষ্কৃত) মোহাম্মদ আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা শেখ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ময়মনসিংহ (উত্তর) জেলা মহিলা দলের সহ-সভাপতি (সদ্য বহিষ্কৃত) নেত্রী মনোয়ারা খাতুন ময়না বিজয়ী হয়েছেন।
বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল হামিদ পেয়েছেন ৩৪ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দিন পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শেখ রাসেল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৫৮৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম কাজল সরকার টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৬০২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মনোয়ারা খাতুন ময়না হাঁস প্রতীক নিয়ে ৩১ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. সুমি আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ১১৩ ভোট।
বুধবার (৮ মে) উপজেলার মোট ৯৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা