১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


কাঁচামরিচের সাথে বেড়েছে পেয়াজের ঝাঁজ

কাঁচামরিচের সাথে বেড়েছে পেয়াজের ঝাঁজ -

শায়েস্তাগঞ্জ উপজেলার খুচরা বাজারে কাঁচামরিচের ঝাল না কমতেই, বেড়েছে পেয়াজের ঝাঁজ। হঠাৎ করেই

উপজেলার সব বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে

পেঁয়াজের দাম। সর্বশেষ কয়েকদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি, সে পেঁয়াজ

আজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের এরকম অগ্নিমূল্যে বেকায়দায়

পড়েছেন সাধারণ মানুষজন।

এদিকে বাজারে অন্যান্য সবজির মূল্য স্থিতিশীল থাকলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না করলার দামের।

কয়েকদিন ধরে করলার দামের এ ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। একমাস আগেও করলার দাম ছিল

কেজি ৩০ থেকে ৪০ টাকা। আজকের বাজারে করলার দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে একই সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাঁচালঙ্কার দাম এক লাফে ৩০ টাকা থেকে দুই

শ’ টাকায় ওঠে। এরপর থেকে অদ্যবধি কাঁচা মরিচের দামের পারদ আর নামছে না।

এ ব্যাপারে হবিগঞ্জের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মো: আতাউর রহমানের সাথে কথা হলে তিনি জানান,

বেশ কয়েকদিন ধরেই পেঁয়াজের দাম উঠানামা করছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমে আসলেও

গতকাল থেকে তা আবার বেড়েছে।

তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার আমদানীস্থলে ৩৮ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনেছেন।

সেই পেঁয়াজ হবিগঞ্জ এসে পৌঁছতে মূল্য হবে ৪৩ টাকা। আজকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের কয়েকটি

বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানীরা মানভেদে পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন।

বাজারে আসা ক্রেতা বাবুল মিয়া জানান, হঠাৎ করেই পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে। ২৫ টাকা কেজি দরের

পেঁয়াজ এক লাফে গেছে ৫০ টাকায়। তিনি আরো বলেন, করলার দামের বেলায়ও তাই। ৪০ টাকার

করলা ৬০ টাকায় উঠেছে আর নামছে না।

সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই অনতিবিলম্বে বাজারে দ্রব্যমূল্য

নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আরো সংবাদ



premium cement
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু টঙ্গীতে ৩ তলার ছাদ থেকে পড়ে বিএনপি নেতার ছেলের মৃত্যু মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত জামিন পেলেন কেজরিওয়াল, তবে ভোটগণনার দিন থাকতে হবে জেলেই পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন নতুন কোচের সন্ধানে বিসিসিআই, তাহলে কি দ্রাবিড়ের বিদায়!

সকল