২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কাঁচামরিচের সাথে বেড়েছে পেয়াজের ঝাঁজ

কাঁচামরিচের সাথে বেড়েছে পেয়াজের ঝাঁজ -

শায়েস্তাগঞ্জ উপজেলার খুচরা বাজারে কাঁচামরিচের ঝাল না কমতেই, বেড়েছে পেয়াজের ঝাঁজ। হঠাৎ করেই

উপজেলার সব বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে

পেঁয়াজের দাম। সর্বশেষ কয়েকদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি, সে পেঁয়াজ

আজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের এরকম অগ্নিমূল্যে বেকায়দায়

পড়েছেন সাধারণ মানুষজন।

এদিকে বাজারে অন্যান্য সবজির মূল্য স্থিতিশীল থাকলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না করলার দামের।

কয়েকদিন ধরে করলার দামের এ ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। একমাস আগেও করলার দাম ছিল

কেজি ৩০ থেকে ৪০ টাকা। আজকের বাজারে করলার দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে একই সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাঁচালঙ্কার দাম এক লাফে ৩০ টাকা থেকে দুই

শ’ টাকায় ওঠে। এরপর থেকে অদ্যবধি কাঁচা মরিচের দামের পারদ আর নামছে না।

এ ব্যাপারে হবিগঞ্জের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মো: আতাউর রহমানের সাথে কথা হলে তিনি জানান,

বেশ কয়েকদিন ধরেই পেঁয়াজের দাম উঠানামা করছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমে আসলেও

গতকাল থেকে তা আবার বেড়েছে।

তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার আমদানীস্থলে ৩৮ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনেছেন।

সেই পেঁয়াজ হবিগঞ্জ এসে পৌঁছতে মূল্য হবে ৪৩ টাকা। আজকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের কয়েকটি

বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানীরা মানভেদে পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন।

বাজারে আসা ক্রেতা বাবুল মিয়া জানান, হঠাৎ করেই পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে। ২৫ টাকা কেজি দরের

পেঁয়াজ এক লাফে গেছে ৫০ টাকায়। তিনি আরো বলেন, করলার দামের বেলায়ও তাই। ৪০ টাকার

করলা ৬০ টাকায় উঠেছে আর নামছে না।

সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই অনতিবিলম্বে বাজারে দ্রব্যমূল্য

নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আরো সংবাদ



premium cement
প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের শোক বিবিএসের ঘোষণা : চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮২ শতাংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার

সকল