১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সিসিকের খাদ্য ফান্ডে খালেদা জিয়ার অনুদান

সিসিকের খাদ্য ফান্ডে খালেদা জিয়ার অনুদান - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বাধ্যতামূলক ছুটিতে শ্রমজীবী ও কর্মহীন মানুষের সাহায্যার্থে গঠিত সিলেট সিটি করপোরেশনের (সিসিক)‘খাদ্য ফান্ডে’ এক লাখ টাকার অনুদান দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।

এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে সিলেট সিটি করপোরেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটির কারণে নিম্ন আয়ের শ্রমজীবী কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

নিম্ন আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের উদ্যোগে গঠিত ‘খাদ্য ফান্ডে’ সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিবর্গের অনুদান অব্যাহত রাখার আহবান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান সিসিক মেয়র। স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিও গুরুত্ব দেন তিনি।

এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরেক উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক তার ব্যক্তিগত পক্ষ থেকে সিসিকের খাদ্য ফান্ডে ১ লাখ টাকার অনুদান প্রদান করেন।

 


আরো সংবাদ



premium cement
সূর্যের পিঠে ২ লাখ কিলোমিটার দীর্ঘ ক্ষত গাজার রাফাহ সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ? মুসলিম নেতা ওয়াইসির টক্কর নিতে হায়দরাবাদে হিন্দুত্বের মাধবীলতা সংস্কৃতিতে আরো বেশি শ্রম-মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের

সকল