০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায় তার : ভারতীয় আদালত

আদালত বলেছে, স্ত্রীর ভরণপোষণ একজন স্বামীর আদর্শগত দায়িত্ব। - প্রতীকী ছবি

মামলাটি ছিল এক তালাকের। সেখানে এক ব্যক্তিকে নিম্ন আদালত নির্দেশ দেয়- স্ত্রীকে তালাকের মামলা চলাকালীন ভরণপোষণের জন্য ৫ হাজার টাকা প্রতিমাসে দিতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি দ্বারস্থ হয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের।

তারই পরিপ্রেক্ষিতেই ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ‘একজন স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাহলেও তার স্ত্রীর ভরণপোষণ দেয়া তার দায়িত্ব।’

আদালত বলেছে, ‘স্ত্রীর ভরণপোষণ একজন স্বামীর আদর্শগত দায়িত্ব, স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাতেও।’

আদালত আরো বলেছে, ‘স্বামী (এই মামলায়) একজন সক্ষম ব্যক্তি, একজন শ্রমিকও ৫০০ টাকা বা তার বেশি আয় করেন দিনে।’

যে মামলায় আদালত এই রায় দিয়েছে, সেই মামলায় আবেদনকারীর স্ত্রী তালাকের জন্য মামলা করেছিলেন হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন ২৪ অনুযায়ী। নিম্ন আদালতে দায়ের করা সেই আবেদনে তিনি প্রতিমাসে তার স্বামীর কাছ থেকে ১৫ হাজার টাকার দাবি করেন। এছাড়াও মোকদ্দমার খরচ বাবদ ১১ হাজার টাকা আরো দাবি করেন।

এরপরই আদালত জানায়, মোকদ্দমার খরচ বাবদ স্ত্রীকে ওই ব্যক্তি প্রতিমাসে ৫ হাজার ৫০০ টাকা দেবেন। এছাড়াও প্রতি শুনানির জন্য ৫০০ টাকা করে স্বামী যাতে স্ত্রীকে দেন সেই নির্দেশ দেয় আদালত।

এদিকে, ওই নারীর স্বামী এই নির্দেশকে চ্যালেঞ্জ করেন। আদালত বলেছে, এই মামলায় স্বামী এটি প্রমাণ করতে পারেননি যে তার স্ত্রী কোথাও থেকে রোজগার করেন। ফলে স্ত্রীর রোজগারের কোনো উৎস নেই। সেই অবস্থায় স্বামী যদি ভিক্ষা করেও পেশাগত জীবন নির্বাহ করেন, তাহলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
কক্সবাজারের পাহাড়ি ছরায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী

সকল