০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


হায়দারাবাদের ১৩ বছরের শিশুর ইসলামী ক্যালিওগ্রাফিতে মুগ্ধ বিশ্ব

হায়দারাবাদের ১৩ বছরের শিশুর ইসলামী ক্যালিওগ্রাফিতে মুগ্ধ বিশ্ব - ছবি : সংগৃহীত

আলি আমজাদ সুলতান। ১৩ বছর বয়সী ভারতীয় শিশু। থাকে তেলঙ্গনা প্রদেশের রাজধানী হায়দারাবাদে। এই ছোট্ট বয়সেই আরবি ক্যালিওগ্রাফিতে হাত পাকিয়ে ফেলেছে সে। তার ক্যালিওগ্রাফির হাত এত সুন্দর যে, ইতোমধ্যে দেশের মানুষকে তো মুগ্ধ করেছেই, একইসাথে বিদেশেও ছড়িয়েছে তার নাম।

ইতোমধ্যে দেশের বাইরে থেকেও তার কাছে চিত্রকর্মের অর্ডার আসতে শুরু করেছে। আলি আমজাদ সুলতান করোনার গত দুই বছর মা-বাবার সাথে কাতারে কাটিয়েছে। এ সময় ইউটিউব দেখে রপ্ত করেছে আরবি ক্যালিওগ্রাফির নানা পাঠ।

এখন পর্যন্ত কুরআনে কারিমের বেশ কিছু আয়াত ও হাদিসের ক্যালিওগ্রাফি করেছে সে। তার বিশেষ শিল্পকর্মের মধ্যে সুরা ইয়াসিন, সুরা মুজাম্মিল, আয়াতুল কুরসি উল্লেখযোগ্য।

গণমাধ্যমকে আলি আমজাদ সুলতান জানিয়েছে, সে অবসর পেলেই ইউটিউব দেখে আঁকাআঁকি করত। সরাসরি কোনো শিক্ষক থেকে পাঠ গ্রহণ করেনি। সে খুব শিগগিরই পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি করবে বলে সংকল্প করেছে।

তার মামা মামুন আমের আলি খান জানিয়েছেন, আলি আমজাদ সুলতান শৈশব থেকেই কুরআন মাজিদ পড়া এবং লেখার চেষ্টা করত। তারই ধারাবাহিকতায় সে লকডাউনকে পুরোপুরি কাজে লাগিয়েছে। অন্য শিশুদের মতো টিভি দেখে সময় কাটায়নি।

সূত্র : ইটিভি 


আরো সংবাদ



premium cement