১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের - ছবি- সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে বাসের সাথে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ সময় আরো পাঁচ যাত্রী আহত হয়েছে। বুধবার এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে রাজ্য পুলিশ।

মঙ্গলবার রাতে কানপুর জেলায় এ দুর্ঘটনা হয়। বাসটি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে জাতীয় রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৭ জন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ও আহতদের ৫০ হাজার রুপি করে জাতীয় ত্রাণ তহবিল থেকে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইট বার্তায় এই ঘোষণা দেয়া হয়।

ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে কঠোর ট্রাফিক আইন প্রয়োগ করেও সড়ক দুর্ঘটনারোধে ব্যর্থ হয়েছে। ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ মারা যায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement