২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


নির্বাচন শেষ হলে আরো সত্য ঘটনা সামনে আসবে, ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে শাহজাহান

- ছবি : আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেতা শাহজাহান শেখ। বললেন, নির্বাচন শেষ হলে আরো সত্য ঘটনা সামনে আসবে।

তিন দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত চত্বরে তার কাছে সন্দেশখালির বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নির্বাচন শেষ হোক, আরো সত্য ঘটনা সামনে আসবে।’

শাহজাহানের পাশাপাশি শেখ আলমগীর, জিয়াউদ্দিনসহ আরো তিনজনকে আদালতে হাজির করা হয় এদিন।

সন্দেশখালিতে ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের স্টিং অপারেশনের ভিডিও নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ভিডিওটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। সেই ভিডিওতে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করানো হয়েছিল থানায়। টাকার বিনিময়ে সেই অভিযোগ করানো হয়েছিল নারীদের দিয়ে। তা নিয়ে গত মঙ্গলবারই মুখ খুলেছিলেন শাহজাহান। তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘বিজেপি তো স্টিং ভিডিওটাকে ফেক বলছে, কী বলবেন?’ উত্তরে বেশ খোশমেজাজেই শাহজাহান বলেন, ‘ফেক না, ওটা অরিজিনালই।’

এর পরেই সন্দেশখালির তিন নারীর বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওগুলোরও সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ওই ভিডিওতে সন্দেশখালির ওই তিন নারী দাবি করেছেন, তাদের দিয়েও ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছিল পুলিশের কাছে। সাদা কাগজে তাদের দিয়ে সই করিয়ে নেয়া হয়েছিল। তিন নারীর দাবি নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার তা নিয়েই মুখ খুলেছেন শাহজাহান।

ওই তিন নারী স্থানীয় এক বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মাম্পির নামে থানায় অভিযোগও হয়েছে। পুলিশ তাকে সমনও পাঠিয়েছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রশ্ন তুলেছেন, তিন মাস পর কেন এসব অভিযোগ তোলা হচ্ছে?

এদিকে, ‘স্টিং ভিডিও’র ঘটনায় যে বিজেপি নেতার বক্তব্য নিয়ে এত বিতর্ক, সেই গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement