২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ভারতে গোহত্যা প্রতিরোধ আইনের অপব্যবহার হচ্ছে : এলাহাবাদ হাইকোর্ট

- সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে গোহত্যা প্রতিরোধ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাহাবাদ হাইকোর্ট। নিরীহ মানুষের উপর এই আইনের অপব্যবহার হচ্ছে বলে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাখিল করা তথ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। পরিত্যক্ত গবাদি পশুর সুরক্ষা করতে গিয়ে যেন নিরীহ মানুষকে বিপদে না ফেলা হয় সেই বিষয়েও পুলিশকে সতর্ক করেন আদালত।

গত ১৯ অক্টোবর এই ধরনের একটি মামলায় বিচারপতি সিদ্ধার্থ একজনকে জামিন দিয়েছিলেন। রায়ে জানিয়েছিলেন, ‘এই আইন নিরীহ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যখনই কারও কাছ থেকে মাংস উদ্ধার হয়, সেটা ফরেনসিক ল্যাবে পরীক্ষা না করেই গরুর গোশত হিসাবে দাবি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই গোশতের পরীক্ষা করা হয় না। অভিযুক্তকে জেলেই কাটাতে হয়, যখন সে দোষীই নয়। এই আইনে দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হয়। যখনই গরু উদ্ধার করা হয়, তার কোনো সঠিক মেমো তৈরি করা হয় না। তাই গরু উদ্ধারের পর সেটা কোথায় গেল কেউ জানতেই পারে না।’

এমনটা বলে পুলিশকেই ভর্ৎসনা করেছেন বিচারপতি।

উল্লেখ্য, রহিম উদ্দিন নামে এক ব্যক্তিকে এই আইনে উত্তরপ্রদেশের শামলি জেলা থেকে গত ৫ আগস্ট গ্রেফতার করা হয়। কিন্তু তার আইনজীবীর দাবি ছিল, তাকে অকুস্থল থেকে গ্রেফতার করা হয়নি। সেই মামলাতেই অভিযুক্তকে জামিন দেয় আদালত।

উত্তরপ্রদেশ সরকারের ডেটা অনুযায়ী, এবছর ১৯ আগস্ট পর্যন্ত ভারতীয় জাতীয় সুরক্ষা আইনের অধীনে রাজ্যে যে ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অর্ধেকই হল গোহত্যার অপরাধে। এবছর মোট ১৭১৬টি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশ গোহত্যা প্রতিরোধ আইনে। মোট ৪ হাজার মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে মাত্র ৩২টি মামলায় পুলিশ ক্লোজার রিপোর্ট দাখিল করতে পেরেছে। বাকিগুলোতে প্রমাণের অভাবে কোনো রিপোর্ট জমা করতে পারেনি পুলিশ।

বিচারপতি এপ্রসঙ্গে তার রায়ে বলেছেন,‘গোশালাতে দুধ দেয় না এমন গরু বা বৃদ্ধ গরুকে রাখে না। তাই সেগুলো রাস্তায় পরিত্যক্ত হয়ে ঘুরে বেড়ায়। তারপর তারা নোংরা, আবর্জনা খেয়ে থাকে। তাদের জন্য রাস্তায় ট্রাফিক জ্যাম হয়। সর্বপরি, বহু পথ দুর্ঘটনার ঘটনাও ঘটে।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
রামেক হাসপাতালের দুদকের অভিযান চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ১৮ শিক্ষার্থী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগ রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি

সকল