১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


৪০২ দিন পর মাঠে মাশরাফি

বোলিংয়ের সময় ফিল্ডিং সাজাচ্ছেন মাশরাফি -

মাশরাফি বিন মর্তুজা আবার ফিরলেন ২২ গজে। সময়ের হিসেবে প্রায় ৪০২ দিন। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপে। এর আগেও এমন লম্বা বিরতি ছিল। ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালে ২৬ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন ছিলেন মাঠের বাইরে।
ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি মাশরাফির। ঘরোয়া ক্রিকেট খেলছেন। বিপিএলে তাকে দলে নেয় মিনিস্টার ঢাকা। লিগের শুরু থেকে খেলার কথা ছিল তার। মাঠে এসে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত অনুশীলনে হঠাৎ চোটে পড়েন। সেই চোটে প্রথম তিন ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় মাশরাফিকে।
গতকাল চতুর্থ ম্যাচে মিরপুরে ঢাকার প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফেরে তারা। গতকাল এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মাঠে নেমেও জেতা হলো না মিনিস্টারদের। সে আশায় পানি ঢেলে দিয়েছে সানরাইজার্সরা। ব্যর্থতার মিশন দিয়েই শুরু নড়াইল এক্সপ্রেসের। ৬ বলে ২ রান করলেও বল হাতে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেন।


আরো সংবাদ



premium cement