২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

জয়ে শুরু নাদাল ও ওসাকার

-

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন টেনিস তারকার দু’জনই নেই অস্ট্রেলিয়ান ওপেনে। ফলে গতকাল শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে শুরুর দিনই বেশ দাপট দেখিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। করোনার টিকাগ্রহণ প্রশ্নে বহু নাটকীয়তার পর এই টুর্নামেন্টে খেলার সুযোগ হারান বিশ^সেরা ও সার্বিয়ান টেনিস তাকরা নোভাক জোকোভিচ। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সুইস টেনিস তারকা রজার ফেদেরার। তাদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেনের ২১তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ে আশাবাদী নাদাল। প্রথম রাউন্ডে রাফায়েল নাদাল ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কোস গিরোনকে। এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী নাদাল। দ্বিতীয় রাউন্ডে জার্মানির ইয়ানিক হফম্যানের বিপক্ষে খেলবেন তিনি।
প্রথম দিনে স্পেনের পেদ্রো মার্তিনেজ ও আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসের কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। প্রথম সেট গড়িয়েছে টাইব্রেকারে। এরপরই মেলবোর্নে হঠাৎ কোর্টে অজ্ঞান হয়ে গেলেন এক বলবয়। তার কাছে দ্রুত ছুটে যান দুই প্রতিদ্বন্দ্বী। কিছুক্ষণে মধ্যে তার জ্ঞান ফেরায় দর্শকদের মাঝেও স্বস্তি ফেরে। পরে চার সেটের লড়াইয়ে জয় পান পেদ্রো মার্তিনেজে।
অপর দিকে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনে ১৩তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপার লড়াইয়ে প্রথম দিন কলম্বিয়ার ক্যামিলা ওসোরিয়াওকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন। মাত্র ২০ বছরে ২০১৮ সালে গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ের পর ২০১৯ সালেও গ্র্যান্ডস্ল্যাম জয়ী তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম সেটে বিশে^র ৫০তম টেনিস তারকা ওসারিয়াওর সাথে ৫-০ গেমে লিড নেন। ওসাকা দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে ৬-৩ ও ৬-৩ গেমে শেষ পর্যন্ত প্রথম পর্বে জয় পান।
মেলবোর্ন পার্কে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা নামবে ৩০ জানুয়ারি। সূত্র : বিবিসি

 


আরো সংবাদ



premium cement