২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আজ ফের অনুশীলনে টাইগাররা

-

১ মে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড। পরদিন থেকেই অনুশীলন করেছেন দেশে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নাসুম আহমেদরা। কিন্তু বেশির ভাগ খেলোয়াড় শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ব্যস্ত থাকায় পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলনে সুযোগ মেলেনি। তবে আজ থেকে শুরু হওয়ার কথা পূর্ণাঙ্গ অনুশীলন। যেখানে থাকার কথা দলে ডাক পাওয়া ২০ জনের সবাই।
লঙ্কা সফর শেষে টেস্ট স্কোয়াডের তামিম, মুশফিকসহ ৯ জন রয়েছেন ওয়ানডে স্কোয়াডে। তাদের ৩ দিন হোম কোয়ারেন্টিন থাকলেও শেষ দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘শুক্রবার থেকে পুরো দলের অনুশীলন শুরু হয়ে হবে। এ দফায় ৭, ৮ ও ৯ মে অনুশীলন হবে। পরে ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের বিরতি। ১৭ তারিখে সবার কোভিড টেস্ট করিয়ে নেগেটিভদের নিয়ে ১৮ মে অনুশীলন হবে।’


আরো সংবাদ



premium cement