৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পরিশ্রমের পুরস্কার পেয়েছে শান্ত : ডোমিঙ্গো

-

ভবিষ্যতে যে ধরনের বাংলাদেশ ক্রিকেট দল গড়ে তুলতে চান, তার অন্যতম উপাদান নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটেই যে কারণে শান্তকে একাদশে রেখে দল সাজান দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ব্যর্থ হলেও শান্তকে একাদশে রাখতে পছন্দ করেন তিনি। এবার সে আস্থার প্রতিদান দিলেন শান্ত। সাকিব দলে না থাকায় তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে প্রথম সেঞ্চুরি পাওয়াই নয়, বিশাল একটি ইনিংস উপহার দিয়েছেন।
দ্বিতীয় দিন শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে রাসেল ডোমিঙ্গো জানালেন, কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছে শান্ত। তার কথায়, ‘আমি মনে করি শান্ত কিভাবে এই ইনিংসটি খেললো এ নিয়ে অনেক আলোচনার সুযোগ আছে। মূলত অনেক ধৈর্য, লোভনীয় অনেক বল ছেড়ে দেয়া, নির্দিষ্ট স্কোরিং এরিয়ায় রান করে যাওয়া। সব মিলিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে শান্ত। আমি সত্যিই তার ওপর অনেক খুশি। গত কয়েক মাস ধরে কঠোর সংগ্রাম করে যাচ্ছে। তারই পুরস্কার পেলো সে এই ইনিংসে।
শেষ ১০ টেস্টের ৯টিতে বাংলাদেশ বাজেভাবে হেরেছে। পারফরম্যান্সে কোনো ধারাবাহিকতা ছিল না। ছিল না প্রতিরোধ। জয় নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘টেস্টে জয় পাওয়া অনেক দূরের কথা। এই মুহূর্তে এমন কিছুর চিন্তা করছি না। আমাদের মূল কাজ আগামীকাল (আজ) সকালের সেশনে ভালো করা। যদি জিততে চাই আমাদের সামনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
শিষ্যদের ওপর নিজের ভরসা থাকার কথা জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি আগেও বলেছি, ছেলেরা খেলতে পারে। তারা ভালো মানের উইকেটে কিভাবে রান করতে হবে সেটা বুঝতে পারছে। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। শেষ কয়েক সপ্তাহে তারা যথেষ্ট সমালোচনায় বিদ্ধ ছিল। সেখান থেকে ফিরে তারা বিদেশের মাটিতে ভালো পারফরম্যান্স করেছে। তারা ইতিবাচক এবং ক্ষুধার্ত ছিল। কেউ কেউ সেই পরিশ্রমের পুরস্কার পেয়েও গেছে।’

 


আরো সংবাদ



premium cement