০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফিটনেসের ওপর নির্ভর সাকিবের শ্রীলঙ্কা সফর

-

আগামী অক্টোবর-নভেম্বরে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ওই সিরিজে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান অংশ নিতে পারবে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে। আর অক্টোবর থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে।
সাকিবের ফিটনেস নিয়ে সর্তক বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। তার কথায়, ‘সাকিবকে নিশ্চিত করতে হবে, সে ফিট আছে এবং ব্যাটিং-বোলিংও শুরু করতে হবে। শ্রীলঙ্কা সফরটি নিশ্চিত হলে আমাদের একত্রিত হতে হবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারব। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হতে আরো আড়াই মাস লাগবে। যখন সে ফিট হবে এবং খেলতে পারবে, তখন আমরা সব বাধা পেরোতে পারব। আমার মনে হয়, তাকে কিছু ম্যাচ খেলার সুযোগ করে দেয়া দরকার। সে বিশ্বসেরা খেলোয়াড়, তাই আমি নিশ্চিত, সে দারুণভাবে ক্রিকেটে ফিরতে পারবে।’


আরো সংবাদ



premium cement