১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


আরো এগিয়ে গেল রিয়াল

-

এক দিকে একের পর এক ম্যাচে ড্র করে পয়েন্ট হারাচ্ছে বার্সেলোনা, অন্য দিকে জয়যাত্রা চলছেই রিয়াল মাদ্রিদের। ফলে এবার তারা গেটাফেকে হারিয়ে বার্সার থেকে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল। লা লিগায় বৃহস্পতিবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। স্পেনের সফলতম দলটির জয়সূচক গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস।
অবশ্য রিয়ালের জয়টা সহজে আসেনি। শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদের কঠিন পরীক্ষা নিয়েছে ইউরোপের মঞ্চে জায়গা করে নেয়ার লড়াইয়ে থাকা গেটাফে। অনেকটা সময় রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণে ভীতি ছড়াল তারা। শেষ পর্যন্ত অবশ্য ফেভারিটদের রুখতে পারেনি দলটি। দারুণ এক জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেছে জিনেদিন জিদানের দল। ৩৩ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭৪। শিরোপা ধরে রাখার মিশনে বেশ খানিকটা পিছিয়ে পড়া বার্সেলোনার পয়েন্ট ৭০।
ম্যাচের শুরুতে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল গেটাফের। অষ্টম মিনিটে গোলও পেতে তারা। মাথিয়াস অলিভেরার হেডে বল চাভিয়েরের হাঁটুতে লেগে পোস্ট ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে জাল অত রাখেন থিবো কোর্তোয়া।
এরপর উভয় পক্ষই অনেকগুলো সুযোগ তৈরি করেছে। তবে গোলের অক্ষেপ শেষ হয় ৭৯তম মিনিটে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া দানি কারভাহাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় নিখুঁত স্পট কিকে গোলটি করেন রামোস। আসরে রিয়াল অধিনায়কের এটি নবম গোল, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ ১১ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।
বাকি সময়ে কোনো পক্ষই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দুই মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দারূণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি।


আরো সংবাদ



premium cement