৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


‘শোয়েবের বাউন্সারে চোখ বন্ধ করত শচিন’

-

শোয়েব আখতারের বাউন্সার মোকাবেলা করার সময় নাকি ভারতীয় ব্যাটিং লিজেন্ড শচিন টেন্ডুলকার চোখ বন্ধ করে ফেলতেন। এমনটিই দাবি পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফের। আসিফ বলেছেন, ২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরের সময় এমনটি ঘটেছে। শোয়েব আখতারের বাউন্সার দেখলে চোখ বন্ধ করে ব্যাট চালাতেন শচিন।
করাচিতে সফরের তৃতীয় টেস্টে ভারতীয় পেসার ইরফান পাঠানের হ্যাটট্রিকের সুবাদে সুবিধাজনক অবস্থানে ছিল ভারত। সে প্রসঙ্গে বলতে গিয়ে আসিফ বলেন, ম্যাচের শুরুতেই ইরফান পাঠান হ্যাটট্রিক করে সালমান বাট, ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফকে ফিরিয়ে। কামরান (১১৩) সেঞ্চুরি করে আমাদের মান রক্ষা করে (২৪৫ রান)। কিন্তু পাকিস্তানি বোলাররা ভারতকে আটকে দেয় ২৩৮ রানে।
আসিফ বলেন, ‘আমরা যখন বোলিং শুরু করি শোয়েব একের পর এক গোলা ছুড়তে থাকে। আমি স্কয়ার লেগে ফিল্ডিং করার সময় খেয়াল করেছি শোয়েবের অনেকগুলো বাউন্সার খেলার সময় শচিন চোখ বন্ধ করে ফেলত।’ ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৫৯৯ রানের সংগ্রহ তুলে শেষ পর্যন্ত ৩৪১ রানে বড় জয় পেয়েছিল পাকিস্তান।


আরো সংবাদ



premium cement