২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


এসএ গেমস কর্নার

দেড় ডজন পদক কারাত ইভেন্টে

-

এবারের এসএ গেমসে কারাতের ১৯টি ইভেন্টে অংশ নেয় ২৩ সদস্যের বাংলাদেশ কারাতে দল। ১৯টি ইভেন্টের মধ্যে ১৮টিতে পদক জিতে এসএ গেমস মিশন শেষ করেছে বাংলাদেশ। তার মধ্যে তিনটি করে স্বর্ণ ও রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ। মজার ব্যাপার হলো তাদের নেই কোনো নিজস্ব ভেনু। জাতীয় ক্রীড়া পরিষদের বারোয়াড়ি ভেনুতেই তারা অনুশীলন করেন।
এই ডিসিপ্লিনে ব্যক্তিগত কুমিতে অনূর্ধ্ব-৬০ কেজিতে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন মো: গোলাম মোস্তফা। এরপর মেয়েদের ব্যক্তিগত কুমির অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেন মারজানা আক্তার প্রিয়া। আর ব্যক্তিগত কুমির অনূর্ধ্ব-৬১ কেজিতে স্বর্ণ জিতেন হুমায়রা আক্তার অন্তরা। তার একটি ব্রোঞ্জপদকও রয়েছে। যেটি এবারের গেমসে বাংলাদেশের প্রথম পদক।
তিনটি রৌপ্যর দু’টি এসেছিল এসএ গেমসের দ্বিতীয় দিনে। সেদিন ছেলেদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেন মো: গোলাম মোস্তফা। আর মেয়েদের কুমির অনূর্ধ্ব-৫০ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেন মাউনজেরা বন্যা। আজ বুধবার কারাতে ডিসিপ্লিনের শেষ দিনে বাংলাদেশ নারী দলগত কুমিতে রৌপ্য পায়। বাংলাদেশের মারজানা আক্তার প্রিয়া আহত হয়ে ম্যাট ছাড়ার পরও বাংলাদেশ ফাইনালে ওঠে। সেখানে পাকিস্তানের কাছে বাংলাদেশের অন্তরা, বন্যা ও নাইমা হেরে যান ৬-৪, ৭-৩ ও ১৪-১৪ পয়েন্টের ব্যবধানে।


বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবু ক্য শৈ হ্লা বলেন, ‘আজ দুটো সোনা জিততে পারলে ভালো লাগত। কী হয়েছে সবকিছুই তো দেখেছেন। আমাদের সোনার সংখ্যা আরও বাড়তে পারত। তারপরও ৩টি সোনা জিতেছি, রূপা জিতেছি ৩টি, ব্রোঞ্জ ১২টি। যা হয়েছে তাতে সন্তুষ্ট আমরা।’

 


আরো সংবাদ



premium cement
রামেক হাসপাতালের দুদকের অভিযান চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ১৮ শিক্ষার্থী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগ রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি

সকল