৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


হেডিংলি ‘লজ্জা’ ইংল্যান্ডের

লিডসে এমন দৃশ্য প্রতিনিয়ত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বোলারদের ছিল দাপট। ইংল্যান্ডেরও একই অবস্থা। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমেও তোপের মুখে ফাস্ট বোলারদের : এএফপি -

হেডিংলি লজ্জায় ইংল্যান্ড। দলটির ব্যাটসম্যানদের পাড়ার রাস্তার কাতারে নামিয়ে আনার উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার। সফরকারী পেস ইউনিটের সমন্বিত তাণ্ডবে দিশেহারা স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। তাদের ব্যর্থতা নিশ্চিত করেছে লিডসের হেডিংলি স্টেডিয়ামে টেস্ট ফরম্যাটের এক ইনিংসে ইংলিশদের সর্বনি¤œ রানে অলআউটের দুঃস্বপ্ন হজম। গতকাল মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় দলটির প্রথম ইনিংস। ১৯৪৮ সালের পর ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের টেস্টের এক ইনিংসে এটিই ইংল্যান্ডের সর্বনি¤œ সংগ্রহ।
লর্ডসেরর পর হেডিংলিতেও অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন হিসেবে উদ্ভাসিত হন স্বাগতিক ইংল্যান্ডের আলোচিত পেসার জোফ্রা আর্চার। প্রথম দিনে তার ৬ উইকেট শিকারের দুর্দান্ত বোলিং দখলে নেয় চলমান অ্যাশেজের তৃতীয় টেস্টের শিরোনাম। তবে খেলার দ্বিতীয় দিনে আর্চারকেও ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়ার পেস ইউনিট। হ্যাজলউড-কুমিন্স ও প্যাটিনসনের সমন্বিত তাণ্ডবে উইকেটে আসা-যাওয়া করেই কাটল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের।
ইংলিশদের হেডিংলি লজ্জা হজমে মুখ্য অবদান রেখেছে হ্যাজলউডের বিধ্বংসী বোলিং। ৩০ রানেই নেন ৫ উইকেট। তাকে সাপোর্ট দেয়ার ক্ষেত্রে কম যাননি কুমিন্স। অভিজ্ঞ ওই পেসার ২৩ রানে শিকার করেন ৩ উইকেট। ইংলিশদের অবশিষ্ট দুই ব্যাটসম্যানের উইকেট দখলে কোচের আস্থার প্রতিদান বুঝিয়ে দেন সম্প্রতি খেলায় ফেরা প্যাটিনসন।
অস্ট্রেলিয়ার পেসারদের একচ্ছত্র দাপটে ২৭ দশমিক ৫ ওভারেই হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে অলআউট ইংল্যান্ড। দলটির একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের কোটা অতিক্রম করেন জো ডেনলি। সর্বোচ্চ ১২ রান করেন মিডল অর্ডারের এই ব্যাটসম্যান।
১১২ রানের লিডে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে সূচনাতেও বিপর্যয় হজম করেছে অস্ট্রেলিয়া। ৫২ রানেই শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়েছে অসিরা। তাদের লিড উন্নীত হয়েছে ১৬৪ রানে। হাতে অবশিষ্ট ৭ উইকেট।


আরো সংবাদ



premium cement
বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

সকল