০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


শুভসূচনা রিয়াল মাদ্রিদের

-

শুভসূচনা রিয়াল মাদ্রিদের। সফরের কঠিন চ্যালেঞ্জ টপকেই দলটি জয়োৎসব করেছে লা লিগার ২০১৯-২০ মওসুমের প্রথম খেলায়। তারকাসমৃদ্ধ মাদ্রিদের জায়ান্টদের বিপক্ষে লড়াকু নৈপুণ্য প্রদর্শন সত্ত্বেও হার এড়াতে পারেনি সেল্টা ভিগো। হোম ভেনুতে কঠিন প্রতিপক্ষ হিসেবে সুপরিচিত দলটির বিপক্ষে দাপুটে বিজয়ে স্পেনের ঘরোয়া ফুটবলের নতুন মওসুমের শুরু রিয়াল মাদ্রিদের। তাদের জয়ের উল্লাসে বাদ সাধতে পারেনি দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় একজন কম নিয়ে খেলার দুঃস্বপ্নও। লা লিগার উদ্বোধনী ফিকশ্চারে বার্সেলোনার পরাজয়ের অ্যাডভান্টেজ লুফে নেয়ার সুযোগ হাতছাড়া করেনি রিয়াল মাদ্রিদ। শনিবার নিজেদের প্রথম খেলার ৫৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও তারা ৩-১ গোলে জিতেছে সেল্টা ভিগোর বিপক্ষে।
স্বাগতিক সেল্টা চ্যালেঞ্জে রিয়াল মাদ্রিদের পূর্ণ তিন পয়েন্ট অর্জনে মুখ্য অবদান ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার। অভিজ্ঞ স্ট্রাইকার নিজে গোল করেছেন। দলের তৃতীয় গোলটির পেছনে তিনিই প্রাণভোমরার ভূমিকা পালন করেন। আক্রমণভাগে বেনজেমার অপ্রতিরোধ্য নৈপুণ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদের পূর্ণ তিন পয়েন্ট অর্জন। ১২ মিনিটে ফরাসি স্ট্রাইকার এগিয়ে দেন সফরকারীদের। দলটির প্রথম একাদশে অন্তর্ভুক্তির সুযোগের সদ্ব্যবহার দ্রুততম সময়ের মধ্যেই নিশ্চিত করেন গ্যারেথ বেল। দলবদলের বাজারের অন্যতম আলোচিত ফুটবলারের দর্শনীয় ক্রসের বল পায়ের আলতো সেল্টার জালে ঢুকিয়ে দেন বেনজেমা।
এক গোলের লিডে দ্বিতীয়ার্ধের সূচনার পরই দুঃস্বপ্নের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। ভিএআর রিভিই ডিশিসনের ফাঁদে আটকে সরাসরি লাল কার্ড হজম ক্রোয়েশিয়ার সুপারস্টার লুকা মডরিচের। লা লিগা ক্যারিয়ারে মাঠ থেকে তার প্রথম বহিষ্কারের যন্ত্রণা ৫৬ মিনিটেই ১০ জনের দলে পরিণত করেছে সফরকারীদের। তবে ওই আকস্মিক বিপর্যয় বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি রিয়াল মাদ্রিদের জয়ের আত্মবিশ্বাসে। মডরিচের লাল কার্ড হজমের ৫ মিনিট পরই দলটি হাতের মুঠোয় নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ। একক নৈপুণ্যের দুর্দান্ত এক গোলে দৃশ্যপটে উদ্ভাসিত জার্মান প্লে-মেকার টনি ক্রুস। প্রায় ৩৭ মিটার দূর থেকে তার বুলেট গতির শটের গোলে ব্যবধান দ্বিগুণ রিয়াল মাদ্রিদের।
নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে সফরকারীদের লা লিগার শুভসূচনা সময়ের ব্যাপারে পরিণত হয় অভিজ্ঞ বেনজেমার বুদ্ধিদীপ্ত এক পাসের কল্যাণে। ফরাসি স্ট্রাইকারের বাড়ানো বল অনায়াসেই সেল্টার জালে ঢুকিয়ে জিনেদিন জিদানের দলকে ৩-০ গোলে এগিয়ে দেন লুকাস ভাজকুয়েজ।


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা

সকল