২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আমার চোখে মেসিই সেরা : ফ্যাব্রিগাস

-

লায়নেল মেসি তার সতীর্থ খেলোয়াড় ছিলেন এবং বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেশ কয়েকটি এল কাসিকোয় অংশ নিয়েছেন ইংলিশ সেস ফ্যাব্রিগাস। মেসি না রোনালদো কে সেরা এটি বর্তমান সময়ে ফুটবল জগতে মিলিয়ন ডলারের প্রশ্ন। কিন্তু ফ্যাব্রিগাস এগিয়ে রাখলেন আর্জেন্টিনার তারকাকেই। ফ্যাব্রিগাস বলেন, ‘আমার মতে, মেসিই বর্তমান সময়ের সেরা ফুটবলার। সে বিশ্বকাপ জয় করুক কোনো কাপ জিতুক দেশের হয়ে কিংবা না জিতুক। শুধু ফুটবল প্রতিভার বিচারে আমি মেসিকে এগিয়ে রাখব। মেসি রোনালদোর চেয়ে বেশি পরিপূর্ণ ফুটবলার হিসেবে।’ একই সময়ে দুজন বিশ্বসেরা ফুটবলারকে একসাথে দেখতে পারা আনন্দজনক বিষয়। যেকোনো দেশের ভক্ত-সমর্থকেরাই তা প্রাণভরে উপভোগ করে। মেসি ও রোনালদো নিজেদের মাঝে পাঁচটি করে ব্যালন ডি’অর জয় করেছে এবং ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে রোনালদো কেবল এগিয়ে আছে মেসির চেয়ে। গত এক যুগ ধরে পুরো ইউরোপজুড়ে এই দুজন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করছেন। ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যাব্রিগাস জানান মেসিকে অসাধারণ ও চমৎকার একজন ফুটবলার হিসেবে সবসময়ই মনে রাখবে ফুটবল বিশ্ব। ৩০ বছর বয়স্ক মেসি জাতীয় দলের হয়ে কোনো কিছু জিতুক বা না জিতুক এই ব্যাপারে কোনো প্রভাব পড়বে না। ফ্যাব্রিগাস বলেন, ‘যখন আমরা ২০ কিংবা ৩০ বছরের কথা বলি তখন যেকোনো দেশের দর্শক কোনো দেশের ফুটবলার দেশের হয়ে কী জিতল সেটাই হিসাব করে থাকে। আমার মনে হয় রাশিয়া বিশ্বকাপ জয় করার লিওর ভালো সম্ভাবনা আছে এবং সে নিজের দেশের তরুণদের মাঝে পাইওনিয়ার হয়ে থাকতে পারবে।’ কিন্তু যারা তার সাথে ফুটবল খেলেছে তারা সবাই বলবে মেসিই সেরা এমনটিই মনে করেন ফ্যাব্রিগাস। অপর দিকে রোনালদোও অসাধারণ খেলোয়াড় এবং প্রতিদ্বন্দ্বী মনোভাবপূর্ণ কিন্তু শেষ বিচারে মেসিই সেরা।


আরো সংবাদ



premium cement